'বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত হবে গণবিরোধী'

গণফোরাম
গণফোরাম

সরকার অযৌক্তিক ভাবে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে বলে অভিযোগ করে গণফোরাম বলেছে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত হবে গণবিরোধী পদক্ষেপ। আজ বুধবার গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণ শাখা আহ্বায়ক কমিটির সভায় নেতারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, দুর্নীতি ও সিস্টেম লস দূর না করে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত হবে গণবিরোধী পদক্ষেপ। এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করে বলেন, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, ভোটাধিকার নেই, আছে ডিজিটাল আইন সহ নানান কালো আইন। কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যকে জোরদার করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথাও বলেন তিনি।

গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মহসিন রশীদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সভাপতি পরিষদ সদস্য জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন ও লতিফুল বারী হামিম, মোহাম্মদ আজাদ হোসেন প্রমুখ।