বগুড়ায় 'জনতার ক্ষোভে' তিন দাবি

করতোয়া নদী দখলমুক্ত, বিআরটিসির বগুড়া ডিপোতে নতুন বাস বরাদ্দ এবং কৃষকের কাছ থেকে ন্যায্যমুল্যে ধান কেনার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘আমরা কৃষকের সন্তান’। বগুড়া, রাজশাহী, ১২ মে। ছবি: প্রথম আলো
করতোয়া নদী দখলমুক্ত, বিআরটিসির বগুড়া ডিপোতে নতুন বাস বরাদ্দ এবং কৃষকের কাছ থেকে ন্যায্যমুল্যে ধান কেনার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘আমরা কৃষকের সন্তান’। বগুড়া, রাজশাহী, ১২ মে। ছবি: প্রথম আলো

করতোয়া নদী দখলমুক্ত, বিআরটিসির বগুড়া ডিপোতে নতুন বাস বরাদ্দ এবং কৃষকের কাছ থেকে ন্যায্যমুল্যে ধান কেনার দাবিতে বগুড়ায় 'জনতার ক্ষোভ' শীর্ষক মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

বুধবার শহরের সাতমাথায় 'জনতার ক্ষোভ' কর্মসূচির আয়োজন করে ‘আমরা কৃষকের সন্তান’ নামে একটি সংগঠন।

সংগঠনটির বগুড়া জেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর হাসানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক লীগের খেতমজুর বিষয়ক সম্পাদক ইমারত আলী, কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রেজাউল বারী, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাহেদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, বগুড়া শহরের ওপর দিয়ে প্রবাহিত এককালের খরস্রোতা করতোয়া নদী এখন দখলে ও দূষণে মরা খালে পরিণত হয়েছে। বগুড়াবাসীর আন্দোলনের মুখে প্রশাসন করতোয়া দখলমুক্ত অভিযান শুরু করলেও অশুভ শক্তির চাপে সেই অভিযান থেমে গেছে। অবিলম্বে করতোয়া দখলমুক্ত ও খনন করে নাব্যতা ফেরাতে হবে।

বক্তারা বলেন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে উৎপাদন খরচ ওঠাতে পারছে না কৃষক। লোকসান দিতে দিতে দেয়ালে পিঠ ঠেকে গেছে কৃষকের। কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে সরাসরি ধান কিনতে হবে।

বক্তারা আরও বলেন, বিআরটিসির বগুড়া ডিপোতে লক্করঝক্কর বাসে কাঙ্ক্ষিত যাত্রীসেবা মিলছে না। ডিপোতে নতুন বাসের বরাদ্দ দিতে হবে।