দাউদকান্দিতে মৎস্য খামারে দুর্বৃত্তদের বিষ

কুমিল্লা
কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার এক মাছ চাষ প্রকল্পের খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে ওই খামারে থাকা সব প্রজাতির মাছ মারা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পুটিয়া মাছ চাষ প্রকল্পে।

মৎস্য চাষ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক শিকদার ও পরিচালক মুক্তিযোদ্ধা তৌহিদুল ইসলাম বলেন, বোরো ধান কাটার পর জলাশয়ে মাছ ছড়ার জন্য প্রকল্পের এক পাশে গভীর গর্তে বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণ করা হয়ে। ওই গর্তেই বিষ দিয়েছে দুর্বৃত্তরা।

ফারুক শিকদার আরও বলেন, সাড়ে ২২ একর জমি লিজ নিয়ে প্রায় কোটি টাকা ব্যয়ে এলাকার ১৭ যুবক এ প্রকল্পে মাছ চাষ করেন। প্রকল্পে রুই, কাতল, মৃগেল, ভাটা, পুঁটি, গ্রাসকার্প, তেলাপিয়া মাছ ছিল। দুর্বৃত্তরা এক মাস আগেও বিষ দিয়ে এ প্রকল্পের মাছ মেরে ফেলে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াছমিন বলেন, প্লাবন ভূমিতে মাছ চাষের জন্য দাউদকান্দি সারা দেশে মডেল হিসেবে বিবেচিত হয়। লাভের আশায় প্রকল্পগুলোতে পরিচালকরা কোটি কোটি টাকা বিনিয়োগ করেন। দুর্বৃত্তদের মাধ্যমে এভাবে ক্ষতিগ্রস্ত হলে মাছচাষিরা মাছ চাষের প্রতি উৎসাহ হারিয়ে ফেলবেন। তখন স্থানীয় ও জাতীয় চাহিদা পূরণে এর প্রভাব পড়বে।