পুরোনো বইয়ের ঠিকানা

>কম দামে বই কিনতে বইপ্রেমী ও শিক্ষার্থীদের প্রথম গন্তব্য নীলক্ষেত। এখানে পাওয়া যায় নতুন, পুরোনো এবং নকল দেশি-বিদেশি বই। তবে বইপ্রেমীদের কাছে নীলক্ষেত জনপ্রিয় দেশি-বিদেশি পুরোনো বইয়ের বাজার হিসেবে। পুরোনো বইগুলো কম দামে তো পাওয়া যায়ই, মিলে যায় অনেক দুর্লভ বইও। বিভিন্ন পাঠাগার ও ব্যক্তির সংগ্রহ থেকে ভালো ভালো বইও এই বাজারে চলে আসে। তবে নীলক্ষেতে পুরোনো বইয়ের দোকানের সংখ্যা কমছে। অনেকে পুরোনো সাহিত্যের বই বিক্রি বাদ দিয়ে পাঠ্যবই বিক্রির দিকে ঝুঁকছেন। ছবিগুলো বৃহস্পতিবারের।
মাত্র দোকান খুলেছেন একজন। বই গোছাচ্ছেন।
মাত্র দোকান খুলেছেন একজন। বই গোছাচ্ছেন।
বইয়ের সারি থেকে পাঠক নিজের বইটি ঠিক খুঁজে নিতে পারেন।
বইয়ের সারি থেকে পাঠক নিজের বইটি ঠিক খুঁজে নিতে পারেন।
বই পছন্দ করছেন এক পাঠক।
বই পছন্দ করছেন এক পাঠক।
পুরোনো বাংলা বইও পাওয়া যায় এই বাজারে।
পুরোনো বাংলা বইও পাওয়া যায় এই বাজারে।
নিয়মিত যাঁরা ক্রেতা, তাঁদের চাহিদা মাথায় রেখে বই সংগ্রহে রাখেন বিক্রেতারা।
নিয়মিত যাঁরা ক্রেতা, তাঁদের চাহিদা মাথায় রেখে বই সংগ্রহে রাখেন বিক্রেতারা।
পুরোনো জনপ্রিয় ও দুর্লভ কমিকসও পাওয়া যায়।
পুরোনো জনপ্রিয় ও দুর্লভ কমিকসও পাওয়া যায়।