পাবনায় বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৫ জনের মৃত্যু

বজ্রপাত। ফাইল ছবি
বজ্রপাত। ফাইল ছবি

পাবনার বিভিন্ন স্থানে বজ্রপাতে স্কুলছাত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শুক্রবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আগবাগশোয়া গ্রামের কয়েকজন কৃষক চরে বাদাম তুলছিলেন। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া তিনজন হলেন মৃত জিনাত প্রামাণিকের ছেলে আবদুল মান্নান (৫০), মৃত হবি মোল্লার ছেলে আবদুস সালাম (৪৯) ও মনছের মল্লিকের ছেলে আনছের মল্লিক (৪৭)। ওই ঘটনায় আহত ইউনুস মোল্লার ছেলে এরশাদ মোল্লা (২৬) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ দিকে আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম মঈনুদ্দিন জানান, বেড়া উপজেলার চর বুড়ামারা গ্রামে বাড়ির পাশে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে সপ্তম শ্রেণির এক ছাত্রী মারা গেছে। তার নাম নাছিমা খাতুন (১২)। সে ওই গ্রামের শমসের প্রামাণিকের মেয়ে।

এ ছাড়া জেলার ভাঙ্গুড়ায় বিলে বিকেলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে শামীম আহম্মেদ (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শামীম ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামের হারান সরদারের ছেলে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, শামীম কারেন্ট জাল নিয়ে নৌবাড়িয়া গ্রামের আঠারোবাড়িয়া বিলে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।