বর্ষার প্রথম বৃষ্টিতে স্বস্তি

বাংলা একাডেমিতে বৃষ্টি দেখছেন এক নারী। ছবি: সাইফুল ইসলাম
বাংলা একাডেমিতে বৃষ্টি দেখছেন এক নারী। ছবি: সাইফুল ইসলাম

রাতভর গুমোট গরমের পর আজ শনিবার সকালে রাজধানী ঢাকায় নেমেছে বৃষ্টি। আষাঢ় মাসের প্রথম দিন আজ। বর্ষার প্রথম বৃষ্টিতে তাই কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর। তবে অফিসগামী পথচারীরা কিছুটা বিপাকে পড়েন।

গতকাল শুক্রবার রাতে ঢাকায় ছিল গুমোট গরম। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। আজ সকাল আটটার কিছু আগে বৃষ্টি নামে। আজ ছুটির দিন হলেও বেসরকারি অনেক অফিস খোলা। তাই অফিসগামী মানুষ ও পথচারীদের ভিজতে ভিজতে গন্তব্যস্থলে যেতে দেখা যায়। তবে গরমের পর এই বৃষ্টিতে খুশি ছিলেন সবাই।

অদিতি মণ্ডল নামের এক নারী হাতিরঝিল থেকে ছাতা মাথায় যাচ্ছিলেন। জানালেন, কারওয়ান বাজারে তাঁর অফিস। তিনি জানান, বৃষ্টি হলে ঢাকার রাস্তায় কাদা জমে। ছুটির দিনে বৃষ্টি উপভোগ করেন তিনি। কারণ, বাসায় থাকা যায়। তবে গরম থেকে স্বস্তি পাওয়া যাবে। তাই এমন বৃষ্টিও একেবারে মন্দ না।

আবার এত অল্প সময় বৃষ্টি হওয়ায় কাউকে কাউকে আফসোস করতে দেখা যায়। ঢাকার শ্যামলী থেকে কর্মস্থল কারওয়ান বাজারে এসেছেন উজ্জ্বল আহমেদ। বললেন, কপাল খারাপ। বৃষ্টি দেখে সিএনজিচালিত অটোরিকশায় উঠলাম। ১০ মিনিট যেতে না যেতেই বৃষ্টি শেষ। আরেকটু হলে ভালো হতো।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।