'সম্মান' না দেখানোয় বিয়ের আসরে মারামারি

বরপক্ষের লোকজনকে যথাযথ ‘সম্মান’ না করার ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি বিয়ে আসরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরের ভগ্নিপতিসহ বরপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বেজগাতি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেজগাতি গ্রামের রুক্কুল মিয়ার মেয়ে দিশা আক্তারের (২০) সঙ্গে একই উপজেলার চারিতলা গ্রামের আবদুল হাফিজের ছেলে রমজান মিয়ার বিয়ের আয়োজন করা হয়। বর রমজান মিয়া ৮০ জনের মতো বরযাত্রী নিয়ে বিকেলের দিকে কনের বাড়িতে হাজির হন। এর কিছুক্ষণ পর কনেপক্ষের লোকজন বরযাত্রীদের যথাযথ সম্মান করেননি বলে বরের ভগ্নিপতি ইনচান মিয়া কনেপক্ষের লোকজনের কাছে অভিযোগ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বরযাত্রীদের ওপর কনেপক্ষের লোকজন হামলা চালান। এতে বরের ভগ্নিপতি ইনচান মিয়াসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে লিটন মিয়া (৩২), খেলন মিয়া (৩৫), রুবেল মিয়া (২৮), সোহাগ মিয়া (১৭) ও সোহেল মিয়াকে (২৫) কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ইনচান মিয়াসহ অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ‘এ রকম একটি ঘটনা শুনেছি। তবে থানায় এ নিয়ে কেউ অভিযোগ দেয়নি।’

এ বিষয়ে কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ কায়সার বলেন, ‘কথা-কাটাকাটির একপর্যায়ে বর ও কনেপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতিতে কয়েকজন আহত হয়েছে। তবে বিষয়টি মীমাংসা করে বিয়ে সম্পন্ন করা হয়েছে।’