তরুণীর গায়ে ঢিল ছোড়ায় তিন যুবককে জরিমানা

বাগেরহাটের মোংলায় এক তরুণীর গায়ে ঢিল ছুড়ে উত্ত্যক্ত করার ঘটনায় তিন যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে শহরের মেরিন ড্রাইভ রোডে ঘুরতে আসা এক তরুণীকে উত্ত্যক্ত করার ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেন, মনপুরা এলাকার এক তরুণী গতকাল সন্ধ্যার পর পরিবারের সঙ্গে মেরিন ড্রাইভ সড়কে ঘুরতে যান। সেখানে ওই তরুণীকে নানাভাবে উত্ত্যক্ত করাসহ তাঁর গায়ে ১৫টি ঢিল ছুড়ে মারেন শহরতলির শেহলাবুনিয়ার শাহরিয়ার কবির সবুজ (১৯), কেওড়াতলার আল মামুন (১৭) ও বাতেন সড়কের হাসান আলী (১৮)। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে আটক করে। এরপর রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তিন যুবকের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করে পুলিশের হেফাজতে থেকে ছাড়া পান ওই তিনজন।