সোহেল তাজের ভাগনে অপহৃত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের এক ভাগনেকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। সোহেল তাজ নিজেই আজ শনিবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই কথা জানিয়েছেন। এরপর পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে।

ওই তরুণের নাম সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভ বলে জানা গেছে। গত ৯ জুন এই অপহরণের ঘটনা ঘটে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগনে) সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) কে গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে। অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।’

সৈয়দ ইফতেখার আলমের গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তথ্য ও প্রযুক্তি বিষয়ের ওপর পড়াশোনা করেছেন।

জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, ‘ছেলেটিকে উদ্ধারের জন্য আমাদের অভিযান চলছে। তবে এটা গতানুগতিক অপহরণ ঘটনা নয়। উদ্ধার হওয়ার পর আমরা সবকিছু জানাব।’

এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মাহাবুবর বলেন, এ বিষয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন। পুলিশ কমিশনার আরও বলেন, ৯ জুন চাকরি দেওয়ার কথা বলে ছেলেটিকে চট্টগ্রাম মেডিকেলের সামনে আসতে বলা হয়। সেখান থেকে তিনি অপহৃত হন।

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। আমাদের লোকজনও তাঁর অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করছে। পুলিশ প্রশাসনও বেশ তৎপর। সৈয়দ ইফতেখার দ্রুত উদ্ধার হবেন বলে আমরা আশাবাদী।’