ফসল ঘরে তোলা

এবার বোরো ধান ফলিয়ে কৃষকের ব্যাপক লোকসান গুনতে হয়েছে। এর মধ্যে বেশ কিছু এলাকায় এখনো ধান কাটা ও মাড়াই শেষ হয়নি। একদিকে ধানের দাম কম। অন্যদিকে শেষ সময়ে ফলনও ভালো হয়নি। বগুড়ার শাজাহানপুর উপজেলার জামুন্না এলাকায় ধান কাটা ও ফসল তোলার কাজে ব্যস্ত কৃষকেরা।
১ / ৭
কেটে রাখা ধান ঘরে তোলার জন্য মাঠে যাচ্ছেন একদল শ্রমিক।
কেটে রাখা ধান ঘরে তোলার জন্য মাঠে যাচ্ছেন একদল শ্রমিক।
২ / ৭
মাঠে থেকে ধান বাড়িতে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে।
মাঠে থেকে ধান বাড়িতে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে।
৩ / ৭
কেটে রাখা ধানের আঁটি বাঁধার কাজ চলছে।
কেটে রাখা ধানের আঁটি বাঁধার কাজ চলছে।
৪ / ৭
ভাঁড়ে ধান ভরে মাঠ থেকে বাড়ি ফিরছেন কৃষকেরা।
ভাঁড়ে ধান ভরে মাঠ থেকে বাড়ি ফিরছেন কৃষকেরা।
৫ / ৭
আইল পথ ধরে ধান নিয়ে যাচ্ছেন কৃষকেরা।
আইল পথ ধরে ধান নিয়ে যাচ্ছেন কৃষকেরা।
৬ / ৭
দল বেঁধে মাঠ থেকে ধান নিয়ে ফেরা
দল বেঁধে মাঠ থেকে ধান নিয়ে ফেরা
৭ / ৭
মাঠের পাশেই ধান জড়ো করছেন কৃষকেরা
মাঠের পাশেই ধান জড়ো করছেন কৃষকেরা