মিট দ্য এক্সপার্টে সাফল্যের পথ জানলেন ১২ তরুণ

বাংলাদেশের সম্ভাবনাময় তরুণদের জন্য প্রথম আলো ও বিএসআরএমের বিশেষ আয়োজন ‘মিট দ্য এক্সপার্ট’। এর তৃতীয় পর্বে বিশেষ অতিথি ছিলেন সফল ব্যক্তিত্ব, বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলিহোসাইন। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম স্টিলস মিলস লিমিটেডের প্ল্যান্টে ১১ জুন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী এতে অংশ নেন। এই আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানতে পেরেছিলেন আমীর আলিহোসাইনের সংগ্রাম, ব্যর্থতা ও সাফল্যের কাহিনি। সকালের নাশতার টেবিলে বসে সফল ব্যক্তিত্বের কাছ থেকে ভবিষ্যৎ জীবনের নানা পরামর্শ আপ্লুত করে তরুণদের।

একজন শিক্ষার্থী বলছিলেন, ‘সকালের এই আয়োজনের মাধ্যমে ভবিষ্যতের করণীয় সম্পর্কে জানলাম। কী কী পদক্ষেপ নিলে ভালো হবে, তা জানলাম।’

শিক্ষার্থীরা মনে করেছেন, সফল মানুষের কাছে থেকে পাওয়া পরামর্শ ভবিষ্যতের পাথেয় হবে।

এক শিক্ষার্থী বলছিলেন, ‘আমি তৃতীয় বর্ষে পড়ছি। এই অবস্থায় একজন এমডির সঙ্গে সকালের নাশতার টেবিলে বসে তাঁর সিদ্ধান্ত, তাঁর ক্যারিয়ার নিয়ে জানতে পেরেছি। এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক কাজে লাগবে। এমন সুযোগ দেওয়ার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ।’

আরেক শিক্ষার্থী বললেন, ‘এমডি সাহেব (আমীর আলিহোসাইন) আমাদের অনেক বিষয়ে উৎসাহব্যঞ্জক কথা বললেন। সেটা আমার ভবিষ্যতের জন্য অনেক কাজে লাগবে।’

তরুণ প্রজন্মের চলার পথ মসৃণ নয়। অনেক বাধা-বিপত্তি আসতে পারে। সেসব বাধা কীভাবে তরুণেরা অতিক্রম করতে পারেন, সকালের আয়োজনে তা জানান আমীর আলিহোসাইন। তাঁর পরামর্শে মুগ্ধ এক শিক্ষার্থীর কথা, ‘আমাদের এই বয়সে যেসব বাধা-বিপত্তি থাকে, সেগুলো কীভাবে আমরা উতরাতে পারি, সেই কথা বললেন স্যার (আমীর আলিহোসাইন)। নিজেকে কীভাবে নিয়ন্ত্রণ করে সামনে এগোব, সেসব কথা শুনলাম। এটা সত্যি খুব দরকারি। আমার মনে হয়, আমার ব্যক্তিগত জীবনে যখন কোনো সমস্যা আসবে, তখন তাঁর কথা আমার কাজে লাগবে।’

বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলিহোসাইন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি, মনোভাব উন্নত করার দরকার আছে। এসব শুধু করপোরেট দুনিয়ার জন্য নয়; বাণিজ্যিক, সামাজিক সর্বোপরি দেশের জন্যই এগুলোর দরকার। প্রথম আলো যেভাবে এ কাজটি করছে, সে জন্য আমি দারুণ খুশি।’