কুমিল্লায় বিজিবির গুলিতে 'মাদক ব্যবসায়ী' নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লায় ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে আবুল হাশেম (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকোপার্ক এলাকার ভারতীয় সীমান্ত পিলার ২০৯৫ /১-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ওই অভিযান চলে।

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিহত আবুল হাশেমের কোমরে মোড়ানো পলিথিনে ১৮ হাজার ৩৮০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। হাশেম একজন মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি।

আবুল হাশেমসহ গত দেড় মাসে কুমিল্লায় বিজিবির হাতে অন্তত ছয়জন মাদক ব্যবসায়ী নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত হাশেমের বাড়ি সদর দক্ষিণ উপজেলার বিরাহিমপুর গ্রামে।

আজ রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০ বিজিবির অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল ফারুকী বলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর এলাকায় বিজিবি মাদক বিরোধী অভিযানে নামে। এ সময় চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে বিজিবিকে উদ্দেশ্য করে গুলি চালায়। পরে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এ সময় একজন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বিজিবির সদস্যরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারিদের সঙ্গে বন্দুকযুদ্ধ হওয়ার কারণে হাশেম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ধরনের অভিযান চলবে।

এ ছাড়া আজ রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ থানায় ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাদী হয়ে একটি মাদকের মামলা করেছে।