হরেক ফলের মেলা

>কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ফার্মগেটের আ কা মু গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়াম চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল প্রদর্শনী। মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আম, কাঁঠাল, লিচু, জাম। সেই সঙ্গে বিক্রি হচ্ছে খাগড়াছড়ি থেকে আনা খেতে বিশেষ সুস্বাদু সূর্যমুখী কলা, যার রং লাল। আরও রয়েছে চাপালিশ কাঁঠাল। এই ফল চেয়ে খেয়ে দেখেছেন বেশির ভাগ দর্শনার্থী। সহজে দেখা যায় না এমন বাহারি সব ফল—কাউফল, গাব, ডেউয়া, ড্রাগন, আলু বোখরা রয়েছে মেলায়। মেলায় পাওয়া যাচ্ছে নানান পদের শরবতও। বিশেষ করে আমের শরবতের চাহিদা বেশি। মেলা চলবে ১৮ জুন পর্যন্ত।
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ফার্মগেটের আ কা মু গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়াম চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল প্রদর্শনী।
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ফার্মগেটের আ কা মু গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়াম চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল প্রদর্শনী।
মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আম, কাঁঠাল।
মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আম, কাঁঠাল।
মাধবপুর সিলেট থেকে আনা তরমুজ, যার বাইরে সবুজ ভেতরে হলুদ। আবার বাইরে হলুদ ভেতরে লাল রং মেলায় প্রদর্শিত হচ্ছে। আগ্রহী দর্শনার্থীরা এই তরমুজ খাচ্ছেন।
মাধবপুর সিলেট থেকে আনা তরমুজ, যার বাইরে সবুজ ভেতরে হলুদ। আবার বাইরে হলুদ ভেতরে লাল রং মেলায় প্রদর্শিত হচ্ছে। আগ্রহী দর্শনার্থীরা এই তরমুজ খাচ্ছেন।
মেলায় শিক্ষার্থীরাও দেখে নিচ্ছে বাংলাদেশের ফলের নাম ও চিত্র।
মেলায় শিক্ষার্থীরাও দেখে নিচ্ছে বাংলাদেশের ফলের নাম ও চিত্র।
মেলায় আসা বেশির ভাগ দর্শক ফলের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত।
মেলায় আসা বেশির ভাগ দর্শক ফলের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত।
দেশীয় রসাল ফল লাল রঙের জামরুল।
দেশীয় রসাল ফল লাল রঙের জামরুল।
প্রদর্শনীর জন্য কাজু বাদামের বীজগাছ রয়েছে।
প্রদর্শনীর জন্য কাজু বাদামের বীজগাছ রয়েছে।
নানান রং আর স্বাদের মধ্যে আরও রয়েছে দেশি কতবেল।
নানান রং আর স্বাদের মধ্যে আরও রয়েছে দেশি কতবেল।
গাব মেলায় শুধু প্রদর্শনীতে রয়েছে, তা অনেকে কিনছেন।
গাব মেলায় শুধু প্রদর্শনীতে রয়েছে, তা অনেকে কিনছেন।
দেশীয় নানান ফলের মধ্যে ডেউয়া আছে মেলায়।
দেশীয় নানান ফলের মধ্যে ডেউয়া আছে মেলায়।