আমাদের পাখি

>শহর কিংবা গ্রামে এমন কিছু পাখি দেখা যায়, যারা এ দেশেরই স্থায়ী বাসিন্দা। দেশের সব জায়গাতেই দেখা মেলে এই পাখিদের। শালিক, সাতভাই ছাতারে, দোয়েল, বাবুই, চড়ুই, গোশালিক, ফিঙে পাখিরা ঘুরে বেড়ায় এখানে-সেখানে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ও বগুড়ার পল্লী উন্নয়ন কেন্দ্র থেকে তোলা ছবি
জোড়া সাত ভাই ছাতারে। পাখিরা ৬ থেকে ১০টি একসঙ্গে থাকে। বেশির ভাগ সময় সাতটি ছাতারেকে একসঙ্গে দেখা যায়। সে জন্য এদের নাম হয়েছে সাত ভাই
জোড়া সাত ভাই ছাতারে। পাখিরা ৬ থেকে ১০টি একসঙ্গে থাকে। বেশির ভাগ সময় সাতটি ছাতারেকে একসঙ্গে দেখা যায়। সে জন্য এদের নাম হয়েছে সাত ভাই
বাসা বুনতে খড়কুটো নিয়ে যাচ্ছে শালিক পাখিটি
বাসা বুনতে খড়কুটো নিয়ে যাচ্ছে শালিক পাখিটি
বাবুই পাখি নারকেল বা সুপারিগাছের ওপর বাসা বাঁধে
বাবুই পাখি নারকেল বা সুপারিগাছের ওপর বাসা বাঁধে
গোশালিক বা গোবরে শালিক খাবার খুঁজছে
গোশালিক বা গোবরে শালিক খাবার খুঁজছে
সন্ধ্যা নামতে শুরু করেছে, বসে আছে ফিঙে পাখিটি
সন্ধ্যা নামতে শুরু করেছে, বসে আছে ফিঙে পাখিটি
জাতীয় পাখি দোয়েল
জাতীয় পাখি দোয়েল