ঝালকাঠিতে হেরোইন রাখায় একজনের যাবজ্জীবন

হেরোইন রাখার দায়ে ঝালকাঠিতে মো. আলমগীর খান (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় দেন।

আলমগীরের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পারশিবপুর গ্রামে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর আলমগীর ৩৬ গ্রাম হেরোইন নিয়ে নলছিটির আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় গেটে অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‍্যাব-৮-এর ডিএডি মো. ইসলাম উদ্দিন আসামি আলমগীরের কাছে থাকা সিগারেটের প্যাকেট থেকে এই হেরোইন উদ্ধার করেন। এ ঘটনায় নলছিটি থানায় ওই দিনই ডিএডি মো. ইসলাম উদ্দিন বাদী হয়ে মামলা করেন। ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) এবিএম কামরুজ্জামান তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ছয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় দেন।