স্কুলছাত্র হত্যায় চারজনের যাবজ্জীবন

ফেনীর পরশুরাম উপজেলায় স্কুলছাত্রকে অপহরণ ও হত্যার দায়ে চার যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ফেনীর জেলা ও দায়রা জজ সাঈদ আহমেদ আজ সোমবার দুপুরে এ রায় দেন। সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন পরশুরাম উপজেলার পূর্ব অলকা গ্রামের আবদুর রহিম (১৯), ওমর ফারুক (২২), নুর আলম ভূঞা ওরফে সমীর (২০) ও স্বপন ভূঞা (২১)। রায় ঘোষণার সময় আবদুর রহিম ছাড়া অন্যরা কাঠগড়ায় ছিলেন। আবদুর রহিম জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৯ জুন পরশুরামের পশ্চিম অলকা গ্রামের সাধন বৈদ্যের ছেলে দশম শ্রেণির ছাত্র শুভ বৈদ্যকে (১৭) তাদের কয়েকজন প্রতিবেশী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা শুভকে স্থানীয় একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে শুভর হাত-মুখ বেঁধে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তার ব্যবসায়ী বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় শুভ।