দুই মামলায় ছয় মাসের জামিন পেলেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে ঢাকায় করা দুই মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন।

এই দুই মামলায় জামিন পেলেও আপাতত বিএনপির চেয়ারপারসনের কারামুক্তি মিলছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আদেশের পর খালেদা জিয়ার পক্ষের আইনজীবী কায়সার কামাল প্রথম আলোকে বলেন, ওই দুই মামলায় হাইকোর্ট বিএনপির চেয়ারপারসনকে ছয় মাসের জামিন দিয়েছেন। দুদকের করা দুটি মামলায় খালেদা জিয়ার সাজার রায় হয়েছে। এই দুই মামলায় জামিন পাওয়ার পর সরকার যদি হস্তক্ষেপ না করে, তাহলে বিএনপির চেয়ারপারসনের কারামুক্তিতে আইনগত বাধা থাকবে না।

আইনজীবী সূত্র বলেছে, ২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দুটি করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গত ২০ জানুয়ারি এবং মানহানির মামলায় চলতি বছরের ২০ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর ওই দুই মামলায় ২০ মে জামিন চেয়ে হাইকোর্টে পৃথক আবেদন করেন খালেদা জিয়া।