নির্মাণাধীন ভবনের স্ল্যাব ভেঙে প্রকৌশলীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের বাইঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণকাজের স্ল্যাব ভেঙে মোহাম্মদ মাইনুদ্দিন (৩০) নামের একজন প্রকৌশলীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে। পুলিশ আজ মঙ্গলবার সকালে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করেছে।

মোহাম্মদ মাইনুদ্দিনের বাড়ি চাঁদপুরের কচুয়ায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, প্রতিদিনের মতো গতকাল দুপুরে বাইঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণকাজ পরিদর্শনে যান ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী মোহাম্মদ মাইনুদ্দিন। এ সময় ছাদের একটি কাজ দেখতে স্ল্যাবের ওপর ওঠেন তিনি। কিন্তু হঠাৎ স্ল্যাবটির রডের ওয়েল্ডিং ছুটে গিয়ে ভেঙে মাইনুদ্দিন নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মহসীন বলেন, মাইনুদ্দিন ইজারাদার প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের হয়ে কাজ করতেন।

জানতে চাইলে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।