ঝালকাঠিতে মাদকের দুই মামলায় দুজনের দণ্ড

ঝালকাঠিতে মাদক মামলায় কোবিন্দ্র মালাকার ওরফে গোবিন্দ (৩৫) নামে এক যুবককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ফারুক হোসেন (৪০) নামের আরেক ব্যক্তিকে হেরোইন রাখার দায়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় , ২০১৬ সালের ১৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮-এর একটি দল অভিযান চালিয়ে ঝালকাঠি শহরের শীতলা খোলা এলাকা থেকে ২০৫টি ইয়াবাসহ কোবিন্দ্র মালাকারকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের তৎকালীন ডিএডি কামরুল ইসলাম ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই বছরের ১৮ জুলাই ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক আজ নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে কোবিন্দ্র মালাকারকে ১২ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

অপরদিকে ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাইফুল আলম পাঁচ গ্রাম হেরোইন বহনের দায়ে ফারুক হোসেনকে (৪০) দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

২০১৩ সালের ২১ জানুয়ারি ঝালকাঠি থানা-পুলিশ শহরের পৌর মিনি পার্ক এলাকা থেকে বিকেলে পাঁচ গ্রাম হেরোইনসহ ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা একই বছরের ৩১ জানুয়ারি আদালতে ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। বিচারক পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় দেন।