মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের

বজ্রপাত। ফাইল ছবি
বজ্রপাত। ফাইল ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেছে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের। মঙ্গলবার উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বানিয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শিক্ষকের নাম সিরাজুল ইসলাম (৬৮)। তিনি ওই গ্রামের মৃত শরিয়ত উল্লার ছেলে। তিনি উপজেলার গাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয় বাসিন্দা আশরাফুল আলম বলেন, ভোরে অন্যদের সঙ্গে বাড়ির পাশের ভেলাংগির বিলে মাছ ধরতে যান সিরাজুল ইসলাম। মাছ ধরার সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

সিরাজুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী লাকু বলেন, ঘটনাটি দুঃখজনক। এলাকায় সবাই তাঁকে মান্য করতেন। মাছ মারার খুব শখ ছিল তাঁর।

নাগ্বেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর বলেন, বজ্রপাতে তাঁর (সিরাজুলের) মুখ থেকে পেট পর্যন্ত পুড়ে যায়। পরে তিনি মারা যান।