জামালপুরে ট্রেনের ধাক্কায় ভটভটির যাত্রী নিহত

ট্রেন
ট্রেন

জামালপুরের মেলান্দহ উপজেলায় আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভটভটির এক যাত্রী নিহত হয়েছেন। উপজেলার কুলিয়া ইউনিয়নের টনকি-ভালুকা লেভেল ক্রসিংয়ে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মান্দু শেখ (৫০)। তিনি মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা। মান্দু কাঠের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও জামালপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা একটার দিকে জামালপুর রেলস্টেশন থেকে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি টনকি-ভালুকা লেভেল ক্রসিং অতিক্রম করছিল। ট্রেন আসা সত্ত্বেও একটি কাঠবোঝাই ভটভটি লেভেল ক্রসিং পার হাওয়ার চেষ্টা করে। এতে ভটভটিটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ভটভটির যাত্রী মান্দু শেখ ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় ভটভটির চালক সামান্য আহত হন এবং ওই অবস্থায় পালিয়ে যান। ভটভটি চালকের পরিচয় জানা যায়নি।

স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রথম আলোর কাছে অভিযোগ করেন, চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া ওই লেভেল ক্রসিংয়ে কোনো ক্রসিং বার ও গেটম্যান নেই।

জামালপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র বলেন, ‘ঘটনাস্থলে জিআরপি পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।’