কৃষকের ভোর

>কৃষকের ভোর আসে ঘাম ঝরানো ব্যস্ততা নিয়ে। জমি তৈরি, বীজতলা তৈরি, পানি সেচ—এসব শ্রমে ঝরে কৃষকের লোনা ঘাম। এই ঘামের দামে খেতে ফোটে ফসলের হাসি। সে ফসল দেশের কোটি কোটি মানুষের অন্ন জোগায়। আমন ধানের বীজতলা তৈরি করার এখনই সময়। তাই বগুড়ার কাহালু উপজেলার ভালুকগাড়ী মাঠের কৃষকেরা বীজতলা তৈরিতে ব্যস্ত। তাঁদের সেই কর্মমুখর ভোরের কিছু ছবি।
ভোরবেলা মাঠে চলেছেন কৃষকেরা
ভোরবেলা মাঠে চলেছেন কৃষকেরা
দল বেঁধে মাঠে চলা
দল বেঁধে মাঠে চলা
সদ্য কেটে নেওয়া বোরো ধানের খেত। সেখানে আমন ধানের বীজ ফেলছেন একদল কৃষক
সদ্য কেটে নেওয়া বোরো ধানের খেত। সেখানে আমন ধানের বীজ ফেলছেন একদল কৃষক
আমন ধানের বীজ ফেলায় ব্যস্ত কৃষক
আমন ধানের বীজ ফেলায় ব্যস্ত কৃষক
কর্মব্যস্ততা
কর্মব্যস্ততা
মাঠে রাখা বীজ নিয়ে আসার গামলা
মাঠে রাখা বীজ নিয়ে আসার গামলা
মাঠে বীজ ফেলা হয়ে গেছে। জমিতে জমে থাকা পানি শুকানোর জন্য নালা কেটে দিচ্ছেন এক কৃষক
মাঠে বীজ ফেলা হয়ে গেছে। জমিতে জমে থাকা পানি শুকানোর জন্য নালা কেটে দিচ্ছেন এক কৃষক
রোপণ করা ধানের বীজ
রোপণ করা ধানের বীজ