নাটোরে স্ত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। নাটোরের জেলা ও দায়রা জজ বুধবার বিকেলে এই রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, সাজা পাওয়া ব্যক্তির নাম মো. মারুফ হাসান (২৫)। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈইর গ্রামের বাসিন্দা। মারুফের বিরুদ্ধে স্ত্রী ইসমতআরাকে (১৮) হত্যার অভিযোগ ছিল। রায় ঘোষণার সময় মারুফ আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পরে তাঁকে নাটোর কারাগারে পাঠানো হয়।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম বলেন, ২০১৬ সালের ৮ জুন দুপুর ১২টার সময় আসামি মারুফ স্ত্রী ইসমতআরাকে গলা টিপে হত্যা করেন। এরপর মারুফ পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে মারুফ পুলিশ ও বিচারিক হাকিমের কাছে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।