রাজশাহীতে হেরোইন রাখায় একজনের যাবজ্জীবন

রাজশাহীতে হেরোইন রাখার দায়ে শরিফুল ইসলাম নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।

শরিফুল ইসলামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর বয়ারমারী গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বলেন, ২০১৭ সালের ১৬ মে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোদাগাড়ীর সিঅ্যান্ডবি মোড়ে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।