বিএনপির ইতিহাস বিকৃতির চেষ্টা ব্যর্থ হয়েছে: তথ্যমন্ত্রী

১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠকারী এম এ হান্নানের স্মরণে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রাজধানী, জাতীয় প্রেসক্লাব, ২০ জুন। ছবি: পিআইডি
১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠকারী এম এ হান্নানের স্মরণে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রাজধানী, জাতীয় প্রেসক্লাব, ২০ জুন। ছবি: পিআইডি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ইতিহাস বিকৃতির চেষ্টা ব্যর্থ হয়েছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার দুপুরে এক সভায় প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।

১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠকারী এম এ হান্নানের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান আলোচকের বক্তব্য দেন তথ্যমন্ত্রী। এম এ হান্নান স্মৃতি পরিষদ এই সভার আয়োজন করে। আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তথ্য মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা শুধু এ দেশে নয়, সিবিএস চ্যানেলসহ বিভিন্ন গণমাধ্যমে বিশ্বব্যাপী প্রচারিত হয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জীবিত অবস্থায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি। তাঁর মৃত্যুর পর হঠাৎ একদিন শুনতে পেলাম জিয়াউর রহমান নাকি স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান যদি বিএনপির এমন মিথ্যাচার শুনতেন, তাহলে তিনিও লজ্জা পেতেন। কিন্তু বিএনপির সেই ইতিহাস বিকৃতির চেষ্টা ব্যর্থ হয়েছে।’

বিএনপির রাজনীতি মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এখনো সে ধারা অব্যাহত আছে। প্রথমে তাঁরা সংসদে শপথ না নেওয়ার কথা বললেও এখন মহিলা সংসদ সদস্যের ভাগটাও ছাড়েনি। সংসদে শপথ গ্রহণ করে আবার এ সংসদকে অবৈধ বলে তারা।’

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার কখনো আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। খালেদা জিয়ার মামলা হচ্ছে দেশের ইতিহাসের দীর্ঘতম মামলা। তারা যতবার সময় বাড়িয়েছে, তা বিরল। সরকার সেখানে যেমন হস্তক্ষেপ করেনি, তেমনি এখনো বেশ কটি মামলায় খালেদা জিয়ার জামিন হয়েছে, সেখানেও সরকার কোনো হস্তক্ষেপ করেনি।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন তাঁর বক্তৃতায় চট্টগ্রামে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠকারী এম এ হান্নানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা তারেক সোলায়মান সেলিম, আবদুল লতিফ টিপু, কক্সবাজারের আওয়ামী লীগের নেতা গোলাম রব্বানী ও এম এ হান্নানের ছেলে সৈয়দ মাহফুজুল হক প্রমুখ সভায় বক্তব্য দেন।