শেলটেকের এমডি তৌফিক সেরাজ আর নেই

তৌফিক এম সেরাজ
তৌফিক এম সেরাজ

বেসরকারি আবাসন প্রতিষ্ঠান শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌফিক এম সেরাজ মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে কাতারের দোহা বিমানবন্দরে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

শেলটেকের হেড অব মার্কেটিং মোহাম্মদ আরিফুল ইসলাম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যবসায়িক কাজে শেলটেকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের সঙ্গে স্পেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দন ছাড়ার পর ফ্লাইটটি  কাতারের দোহা বিমানবন্ধন পৌছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হন তৌফিক এম সিরাজ। ফ্লাইটটি দোহা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখানে মারা যান তিনি।

মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, তৌফিক এম সেরাজের মরদেহ এখনো দোহা বিমানবন্দরেই রয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনা হবে।

তৌফিক এম সেরাজ প্রকৌশলী ছিলেন। আবাসন ব্যবসায়ীদের প্রতিষ্ঠান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রথম সভাপতি ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।