নারায়ণগঞ্জে আগুনে পুড়েছে ৮ দোকান

নারায়ণগঞ্জ নগরের মিনাবাজার এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডে দুটি সুতার দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত পৌনে দুইটার দিকে নগরের মিনাবাজার এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে দুটি সুতার দোকান, চা, কাপড়, ছবি বাঁধাইয়ের দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন প্রথম আলোকে জানান, গভীর রাতে আগুন লাগলেও দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারায় আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। আগুনে ৮টি দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।