ধূলিময় মহাসড়ক

গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বাসস্ট্যান্ড, সাইনবোর্ড, কাশিমপুর এলাকার চারপাশ সব সময় প্রচণ্ড ধূলিময় হয়ে থাকে। ভারী যান চলাচল করলেই বাতাসের সঙ্গে মিসে যায় ধুলা। এতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় চালক ও পথচারীদের। নতুন হওয়া উড়ালসড়কের দুই পাশেও একই চিত্র। কোনাবাড়ী সড়কের উন্নয়নমূলক কাজের জন্যই মূলত ধুলার সৃষ্টি। দূষিত এ পরিবেশে নিশ্বাস নেওয়াই যেন দায়।
রাস্তা পার হতে চাইলে যেতে হবে নাক–মুখ ঢেকে।
রাস্তা পার হতে চাইলে যেতে হবে নাক–মুখ ঢেকে।
সাইনবোর্ড এলাকায় সব সময় একই চিত্র।
সাইনবোর্ড এলাকায় সব সময় একই চিত্র।
ভারী যান চলাচল করলেই বাতাসের গতির সঙ্গে ধুলার মাত্রা বেড়ে যায়
ভারী যান চলাচল করলেই বাতাসের গতির সঙ্গে ধুলার মাত্রা বেড়ে যায়
কাশিমপুর অংশেও একই অবস্থা।
কাশিমপুর অংশেও একই অবস্থা।
ধুলায় চারপাশ দেখে মনে হবে কুয়াশাচ্ছন্ন
ধুলায় চারপাশ দেখে মনে হবে কুয়াশাচ্ছন্ন