রিজভীর দিকে তেড়ে গিয়েছিলেন ছাত্রদলের বিক্ষুব্ধরা

রুহুল কবির রিজভী। ফাইল ছবি
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বয়সসীমা তুলে দেওয়ার দাবিতে আন্দোলনকারী ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতা-কর্মীদের অশোভন আচরণের শিকার হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল শনিবার দুপুরে দলীয় প্রধান খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে রিজভী যখন কার্যালয়ে ঢুকছিলেন, তখন এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ছাত্রদলের একজন নেতা বলেন, ছাত্রদলের একটি অংশ রিজভীর দিকে তেড়ে গিয়েছিল।

রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের ১২ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাঁদের বহিষ্কারের আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা​র সভাপতি জহির উদ্দিন বলেন, ‘বয়সসীমা বাতিলের সিদ্ধান্ত না হলে কাল সোমবার থেকে আবার আমাদের আন্দোলন চলবে।’