'মাদক ছাড়ো, ক্রীড়া ধরো'

>

‘মাদক ছাড়ো, ক্রীড়া ধরো’ স্লোগানে মাদকমুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা পুলিশের আয়োজনে এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়। সকাল ছয়টায় প্রতিযোগিতার উদ্বোধন হয়ে পাবনা পুলিশ লাইনস মাঠ পর্যন্ত মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী ৩২০ জন প্রতিযোগী অংশ নেন। বিজয়ীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়। তাঁদের মধ্যে প্রথম ১০ জনকে অর্থ পুরস্কার, ৭৫ জনকে মেডেল এবং ১৭৫ জনকে সনদ দেওয়া হয়।

ভোরের আলো ফুটতেই মাঠে জড়ো হন প্রতিযোগীরা। শরীর গরমের চেষ্টা চলে।
ভোরের আলো ফুটতেই মাঠে জড়ো হন প্রতিযোগীরা। শরীর গরমের চেষ্টা চলে।
রেজিস্ট্রেশন বুথ থেকে নম্বর ও টি–শার্ট নিতে প্রতিযোগীদের ভিড়।
রেজিস্ট্রেশন বুথ থেকে নম্বর ও টি–শার্ট নিতে প্রতিযোগীদের ভিড়।
টি–শার্টে লাগানো হচ্ছে প্রতিযোগীর নির্দিষ্ট নম্বর।
টি–শার্টে লাগানো হচ্ছে প্রতিযোগীর নির্দিষ্ট নম্বর।
জুতার ফিতা বেঁধে প্রস্তুত হচ্ছেন প্রতিযোগী।
জুতার ফিতা বেঁধে প্রস্তুত হচ্ছেন প্রতিযোগী।
জড়ো হয়েছেন প্রতিযোগীরা।
জড়ো হয়েছেন প্রতিযোগীরা।
দৌড় শুরুর অপেক্ষা প্রতিযোগীদের।
দৌড় শুরুর অপেক্ষা প্রতিযোগীদের।
দৌড় শুরু।
দৌড় শুরু।
বিভিন্ন পয়েন্ট থেকে টোকেন সংগ্রহ করতে হয় অংশগ্রহণকারীদের।
বিভিন্ন পয়েন্ট থেকে টোকেন সংগ্রহ করতে হয় অংশগ্রহণকারীদের।
অতিথিদের সঙ্গে নিয়ে ফটোসেশনে পুরস্কারপ্রাপ্ত দৌড়বিদেরা।
অতিথিদের সঙ্গে নিয়ে ফটোসেশনে পুরস্কারপ্রাপ্ত দৌড়বিদেরা।