মহিষের নাম আনারকলি, ফুলন দেবী

>

গ্রামটির নাম কালাইহাটা। বগুড়ার গাবতলী উপজেলায় গ্রামটি অবস্থিত। সেখানে হিন্দু সম্প্রদায় অর্ধশতাধিক লোক বসবাস করেন। এর মধ্যে ১১ থেকে ১২টি পরিবার মহিষ পালন করে। মহিষ পালনের পাশাপাশি তারা দইয়ের ব্যবসা ও নিজেদের পালন করা মহিষের দুধ দিয়ে দই তৈরি করে। পালন করা মহিষের নাম দেওয়া হয় লালচাঁদ, হরিশিং, মালা, গিরিবাজ, আনারকলি, সোনাকলি, ফুলন দেবী প্রভৃতি।

মহিষ পালনকারী বিজন চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, পানি খাওয়ানোর জন্য মহিষগুলোকে নির্দিষ্ট জায়গায় জড়ো করা হয়। নাম ধরে ডাকলেই এগিয়ে আসে মহিষেরা।

বিজন চন্দ্র ঘোষ নিজের পালা মহিষটির ভালোবেসে নাম দিয়েছেন পাগলি। দেখতে বেশ নাদুসনুদুস। শিংটি সুন্দর। পানি খাওয়ানোর সময় পাগলি বলে ডাকলে চলে আসে বিজনের কাছে।
বিজন চন্দ্র ঘোষ নিজের পালা মহিষটির ভালোবেসে নাম দিয়েছেন পাগলি। দেখতে বেশ নাদুসনুদুস। শিংটি সুন্দর। পানি খাওয়ানোর সময় পাগলি বলে ডাকলে চলে আসে বিজনের কাছে।
ঘাস খাচ্ছে আনারকলি নামের মহিষ।
ঘাস খাচ্ছে আনারকলি নামের মহিষ।
এই মহিষের নাম গিরিবাজ।
এই মহিষের নাম গিরিবাজ।
মানুষ দেখেই দাঁড়িয়ে যায় জোড়া মহিষ।
মানুষ দেখেই দাঁড়িয়ে যায় জোড়া মহিষ।
একলা হয়ে পড়েছে ফুলন দেবী মহিষ।
একলা হয়ে পড়েছে ফুলন দেবী মহিষ।
দল বেঁধে খাচ্ছে মহিষের দল। পোকা খাওয়ার অপেক্ষায় ফিঙে পাখি।
দল বেঁধে খাচ্ছে মহিষের দল। পোকা খাওয়ার অপেক্ষায় ফিঙে পাখি।
রাখাল কাছে এসেছে। তাই মহিষের এত আদুরে ভাব।
রাখাল কাছে এসেছে। তাই মহিষের এত আদুরে ভাব।
মাঠে দল বেঁধে চরছে মহিষ
মাঠে দল বেঁধে চরছে মহিষ
মাঠে মহিষ চরাচ্ছেন মোহন চন্দ্র ঘোষ। মহিষের দিকে তাঁর সতর্ক নজর।
মাঠে মহিষ চরাচ্ছেন মোহন চন্দ্র ঘোষ। মহিষের দিকে তাঁর সতর্ক নজর।