বিশ্বাসযোগ্য নির্বাচনকে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র: মিলার

রংপুরে যাওয়ার পথে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বগুড়ায় থামেন। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। বগুড়া, রাজশাহী, ২৩ জুন। ছবি: সোয়েল রানা
রংপুরে যাওয়ার পথে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বগুড়ায় থামেন। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। বগুড়া, রাজশাহী, ২৩ জুন। ছবি: সোয়েল রানা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র সব সময় অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনকে উৎসাহিত করে। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আজ রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আগামীকাল সোমবার শূন্য হওয়া বগুড়া সদর আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর এক দিন আগে বগুড়ায় আসেন মার্কিন রাষ্ট্রদূত। সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ের আগে জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেন, ‘রংপুরে আমেরিকা ও বাংলাদেশ বিমানবাহিনীর যৌথ সামরিক অনুশীলন চলছে। সেটি পরিদর্শনে আমি রংপুর যাচ্ছি।’

মিলার বলেন, ‘আমি নির্বাচনের কারণে বগুড়ায় আসিনি। তবে যুক্তরাষ্ট্র সব সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে উৎসাহিত করে। কালকের (সোমবার) নির্বাচনে সবার জন্য শুভকামনা রইল।’

আগামীকাল সোমবার বগুড়া সদরের ১৪১টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া-৬ আসন। ঘোষিত তফসিল অনুযায়ী এই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ভোটারসংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮। ভোটকেন্দ্র আছে ১৪১ টি। নির্বাচন কার্যালয় ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।