মরার আগে ছেলের হত্যাকারীদের বিচার দেখা যেতে চান মা

মাদারীপুরে যুবলীগ নেতা এরশাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়। এ সময় নিহতের মা ফাতেমা বেগম ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসি চেয়ে আহাজারি করেন। রোববার সকালে শহরের মিলন হল এলাকায়। ছবি: প্রথম আলো
মাদারীপুরে যুবলীগ নেতা এরশাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়। এ সময় নিহতের মা ফাতেমা বেগম ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসি চেয়ে আহাজারি করেন। রোববার সকালে শহরের মিলন হল এলাকায়। ছবি: প্রথম আলো

ছেলের হত্যাকারীদের বিচার চেয়ে ফাতেমা বেগম বলেন, ‘মরার আগে আমার বাপজানরে যারা কুপাইয়া মারছে ওগোর বিচার চাই, ওগোর ফাঁসি চাই। নইলে আমি মইরাও শান্তি পামু না।’ আজ রোববার সকালে যুবলীগ নেতা এরশাদ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নিহত এরশাদ মাদারীপুরের পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত বুধবার দুপুরে শহরের সতীনাথ সড়কের লঞ্চঘাট এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড উপজেলা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন হওয়াতে আওয়ামী লীগের দুটি পক্ষ একে অপরকে দোষ দিয়ে যাচ্ছে। দুটি পক্ষই এরশাদকে তাদের সমর্থক বলে দাবি করছে। তারা বিভিন্ন কর্মসূচিতে এই হত্যার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।

গত বৃহস্পতিবার রাতে নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে যুবলীগ কর্মী জসীম গৌড়াকে প্রধান আসামি করে ১৪ জনের নামে একটি হত্যা মামলা করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজ রোববার বেলা ১১টার দিকে শহরের মিলন হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও বণিক সমিতির নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠনের মানুষ অংশ নেয়। মানববন্ধনে এরশাদ হত্যার প্রধান আসামি যুবলীগ কর্মী জসিম গৌড়াসহ সব আসামি গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ ছাড়া জড়িতদের ফাঁসির দাবিও জানানো হয়। তা না হলে ভবিষ্যতে সড়ক অবরোধসহ বৃহত্তম কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাওসার মাহামুদ বলেন, ‘জসিম গৌড়া মাদারীপুরের একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর নামে সদর থানায় আগেও অনেক মামলা ছিল। তিনি এলাকায় বিভিন্ন সময় নারী নির্যাতন, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত, তাঁর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। আমরা জসিম গৌড়া গ্যাংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

নিহত এরশাদের বাবা বেলায়েত মুনশি বলেন, ‘রাজনৈতিক ছত্রচ্ছায়ায় আসামিরা যেন পালিয়ে না যেতে পারে এ জন্য সরকারের কাছে ছেলের হত্যাকারীদের বিচার ও ফাঁসি চাই।’

মানববন্ধনে হত্যাকারীদের বিচার চেয়ে মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, হত্যাকারী যে দলের লোকই হোক না কেন তার বিচার নিশ্চিত করতে হবে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) বদরুল আলম মোল্লা প্রথম আলোকে বলেন, ‘ঘটনার দিন থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালছে। পুলিশের অভিযান পরিচালনা করছে। এই মামলাটি গুরুত্বপূর্ণ, তাই সঠিক তদন্তের জন্য সদর থানার উপপরিদর্শকদের বাদ দিয়ে এক পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি আসামিরা খুব দ্রুত আইনের আওতায় আসবে।’