রাজধানীতে সাজ সাজ রব

বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে স্বাধীনতাসংগ্রামসহ সব গণতান্ত্রিক-রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্বদানের মাধ্যমে দেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা। দিনটি উপলক্ষে দলটির পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক দ্বীপ সাজানো হয়েছে। শহরজুড়েই চোখে পড়বে ফেস্টুন, বিলবোর্ড, ব্যানার, দলীয় ও জাতীয় পতাকা।
বিজয় সরণিতে উড়ছে দলীয় ও জাতীয় পতাকা।
বিজয় সরণিতে উড়ছে দলীয় ও জাতীয় পতাকা।
মৎস্য ভবন মোড় এলাকায় দলের প্রতিষ্ঠাতাদের প্রতিকৃতি।
মৎস্য ভবন মোড় এলাকায় দলের প্রতিষ্ঠাতাদের প্রতিকৃতি।
বাংলাদেশ সচিবালয়ের সামনে ছবি—দলীয় নেতা-কর্মী ও জনতার মাঝে শেখ হাসিনা।
বাংলাদেশ সচিবালয়ের সামনে ছবি—দলীয় নেতা-কর্মী ও জনতার মাঝে শেখ হাসিনা।
জিরো পয়েন্ট চত্বরে নানা ফেস্টুন।
জিরো পয়েন্ট চত্বরে নানা ফেস্টুন।
গুলিস্তান এলাকায় তোরণের ওপর নৌকা।
গুলিস্তান এলাকায় তোরণের ওপর নৌকা।
সাফল্যের কথাসংবলিত ফেস্টুন। বিজয় সরণি মোড়ের চিত্র।
সাফল্যের কথাসংবলিত ফেস্টুন। বিজয় সরণি মোড়ের চিত্র।
কদম ফোয়ারায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি।
কদম ফোয়ারায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি।
১৯৭২ সালের দৈনিক বাংলার পত্রিকার একটি শিরোনাম। কারওয়ান বাজার এলাকার চিত্র।
১৯৭২ সালের দৈনিক বাংলার পত্রিকার একটি শিরোনাম। কারওয়ান বাজার এলাকার চিত্র।
সাজানো হয়েছে প্রায় প্রতিটি পদচারী-সেতু। ফার্মগেটের চিত্র।
সাজানো হয়েছে প্রায় প্রতিটি পদচারী-সেতু। ফার্মগেটের চিত্র।
মিন্টো রোডে ফেস্টুন আর ফেস্টুন।
মিন্টো রোডে ফেস্টুন আর ফেস্টুন।