কালিয়াকৈরে ট্রাকচাপায় আ.লীগ নেতা নিহত, চালকদের গণপিটুনি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইটভর্তি ট্রাকের চাপায় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। উপজেলার মেদীআশুলিয়া এলাকায় সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে দুই চালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোহসীন হোসাইন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম আজাহার পালোয়ান (৫৫)। তিনি মেদীআশুলিয়া পালোয়ানবাড়ি এলাকার বাসিন্দা। কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আ. ওহাব মিয়া বলেন, আজাহার চাপাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, আজাহার পালোয়ান মেদীআশুলাই বাজার থেকে মোটরসাইকেলে পাশের গ্রামে যাচ্ছিলেন। বেলা একটার দিকে তিনি কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের মেদীআশুলাই দীঘিরপাড় পৌঁছান। এ সময় পেছন থেকে ইটভর্তি দুটি ট্রাক আজাহারকে অতিক্রম করতে গিয়ে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় ওই দুই ট্রাকের চালকেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। উত্তেজিত জনতা দুই চালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরিবারের আবেদনে পুলিশ আজাহারের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। তবে তাৎক্ষণিকভাবে চালক দুজনের নাম-ঠিকানা জানা যায়নি।