নোয়াখালীতে সিপিবি নেতা হত্যায় দুজনের যাবজ্জীবন

নোয়াখালীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবির সদর উপজেলার সভাপতি ও বিমা কোম্পানির কর্মকর্তা মো. মফিজুর রহমান (৫৫) হত্যার ঘটনায় দুই আসামির যাবজ্জীবন ও এক আসামির পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নোয়াখালীর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ ফারুক এ আদেশ দেন।

আদেশে আদালত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। অন্যদিকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামির ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হলেন নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাকির হোসেন (২৯) ও আরিফুর রহমান ওরফে মুন্না (২৯)। এ ছাড়া পাঁচ বছরের সাজা পাওয়া আসামি হলেন একই এলাকার গোলাম সারোয়ারের ছেলে মেজবাহ উদ্দিন ওরফে হাসান।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৭ এপ্রিল রাতে ওই হত্যাকাণ্ড ঘটে। এতে করা মামলায় রাষ্ট্রপক্ষ আদালতে ২৫ সাক্ষীকে উপস্থাপন করে।

ঘটনার বিবরণে আদালত সূত্রে জানা গেছে, নিহত মফিজুর রহমান রাজনীতির পাশাপাশি প্রগতি লাইফ ইনস্যুরেন্সে চাকরি করতেন। ঘটনার দিন রাত নয়টার দিকে জরুরি কাজ আছে বলে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে সুবর্ণচর উপজেলার চরজব্বর এলাকার বিলের মধ্যে তাঁর গলা লাশ পাওয়া যায়। এ ঘটনায় মফিজুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে একই বছরের ২৮ এপ্রিল অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চরজব্বর থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে থানা-পুলিশ, পরে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করে তিন আসামিকে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া জবানবন্দিতে আসামিরা হত্যার ঘটনা স্বীকার করেন। পরে তদন্তকারী কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এরপর দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে আজ আদালতে এ রায় দেন।