তিন জেলায় সড়কে বাবা ছেলেসহ নিহত ৫

দিনাজপুর, খুলনা ও মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ সোমবার বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

দিনাজপুর: পার্বতীপুর উপজেলায় বাবা-ছেলে নিহত হয়েছেন। উপজেলার ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন নবাবগঞ্জ উপজেলার মাদারপুর গ্রামের মোস্তাফিজুর রহমান (৫০) ও তাঁর ছেলে সাবলুর রহমান (২৫)।

পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ছেলে সাবলুরের মোটরসাইকেলে চড়ে মোস্তাফিজুর চিকিৎসার জন্য রংপুরে যাচ্ছিলেন। পার্বতীপুর মধ্যপাড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা মোস্তাফিজুরের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে সাবলুর মারা যান।

খুলনা: নগরের খানজাহান আলী থানা এলাকায় ট্রাকচাপায় নিহত হন হাসি বেগম (২২) নামের এক তরুণী। সোমবার দুপুরে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ী গেট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। হাসি যোগিপোল ইউনিয়নের ফুলবাড়ী এলাকার মো. রাজ্জাক শেখের মেয়ে।

মৌলভীবাজার: কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। নিহত মুক্তিযোদ্ধা হলেন সোলেমান আলী (৬৫)। তিনি উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের বাসিন্দা। অপরজন হলেন একই ইউনিয়নের বাগজুরা গ্রামের আসাদ (১৮)।

কুলাউড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, সোলেমান মোটরসাইকেলে কাছুরকাঁপন এলাকার দিকে যাচ্ছিলেন। তাঁর পেছনে আসাদ বসা ছিলেন। পথিমধ্যে মৌলভীবাজার থেকে কুলাউড়াগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোলেমান মারা যান। আহত অবস্থায় মৌলভীবাজার জেলা সদরের হাসপাতালে নেওয়ার পথে আসাদ মারা যান।