বৃহস্পতিবার শুরু ক্যারিয়ার মেলা

বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ নিয়ে রাজধানীতে শুরু হতে যাচ্ছে ‘ক্যারিয়ার মেলা-২০১৯ ’। ‘ক্যাম্পাস টু করপোরেট’ শিরোনামে আয়োজিত এই মেলায় ১০০ টির বেশি দেশীয় ও আন্তর্জাতিক করপোরেট প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, উন্নয়ন সংস্থাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

আগামী বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দুই দিনব্যাপী এই মেলা শুরু হবে। মেলার আয়োজন করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিস অব ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশনস (অকসার)। এতে সহযোগিতা করছে এনআরবি জবস। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মেলার উদ্বোধন করবেন।

মেলা উপলক্ষে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, চাকরিপ্রত্যাশীদের সঙ্গে নামীদামি সব প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে এই ক্যারিয়ার মেলা ভূমিকা রাখবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। ২৮ জুন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।