ক্যানভাসে রমনা পার্কের নিসর্গ

>জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ক্যানভাসে ফুটিয়ে তুলছেন রাজধানীর রমনা পার্কের রূপ। পাঠ্যক্রমের অংশ হিসেবে তাঁরা তিন দিন ধরে রমনা পার্কের ছবি আঁকছেন। স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা নানা রং দিয়ে তাঁদের ক্যানভাসে ফুটিয়ে তুলছেন পার্কের ল্যান্ডস্কেপ। তবে ক্যানভাসে সবুজ রং বেশি প্রাধান্য পাচ্ছে। শিক্ষার্থীদের সাহায্য করতে আছেন শিক্ষকেরাও। ছবিগুলো মঙ্গলবারের।
এক শিক্ষার্থীর ক্যানভাসে সবুজের সমারোহ।
এক শিক্ষার্থীর ক্যানভাসে সবুজের সমারোহ।
ফুটে উঠছে নিসর্গের ল্যান্ডস্কেপ।
ফুটে উঠছে নিসর্গের ল্যান্ডস্কেপ।
ভিন্ন চোখে রমনা পার্ককে দেখার চেষ্টায় এক শিক্ষার্থী।
ভিন্ন চোখে রমনা পার্ককে দেখার চেষ্টায় এক শিক্ষার্থী।
রমনাকে চিত্রায়িত করতে সবুজ রং যেন অনিবার্য।
রমনাকে চিত্রায়িত করতে সবুজ রং যেন অনিবার্য।
রমনা পার্কের চিরাচরিত দৃশ্য।
রমনা পার্কের চিরাচরিত দৃশ্য।
ভিন্ন রূপ ও রঙে রমনা পার্ক।
ভিন্ন রূপ ও রঙে রমনা পার্ক।