এরশাদের অবস্থা সংকটাপন্ন

হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি
হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের অবস্থা সংকটাপন্ন। গতকাল বুধবার সকালে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

জাপা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এরশাদ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি বারিধারার নিজ বাসায় ছিলেন।

এরশাদের ছোট ভাই ও জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের গতকাল রাত ৯টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এরশাদের শারীরিক অবস্থা ভালো নয়। তিনিসহ দলের নেতা–কর্মীরা সিএমএইচে অবস্থান করছেন।

জাপার মহাসচিব মসিউর রহমান, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদসহ কেন্দ্রীয় নেতারা এরশাদের অসুস্থতার খবর পেয়ে সিএমএইচে ছুটে যান।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তাঁর বয়স এখন ৯০ বছর। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই জনসমক্ষে আসছেন না সাবেক এই রাষ্ট্রপতি। কয়েক মাস ধরে হাসপাতাল ও বাসার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে তাঁর জীবন।