আইন কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক

২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদের আইন কর্মকর্তারা পদত্যাগপত্র জমা দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে গিয়ে দেখা যায়, একের পর এক আইন কর্মকর্তারা পদত্যাগপত্র জমা দিচ্ছেন।

গতকাল বুধবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া আইন কর্মকর্তাদের পদত্যাগপত্র জমা দিতে আহ্বান জানিয়েছিলেন। তাঁর এই আহ্বানের এক দিনের মাথায় আইন কর্মকর্তাদের পদত্যাগপত্র জমার হিড়িক পড়ল।

সূত্র জানায়, আজ দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সম্মেলন কক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে একটি সভা হয়। সভায় সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন—এমন একাধিক সূত্র প্রথম আলোকে বলে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব আইন কর্মকর্তাকে আজকের মধ্যে পদত্যাগপত্র জমা দিতে বলেন।

পদত্যাগপত্র গৃহীত হওয়ার আগ পর্যন্ত এই আইন কর্মকর্তাদের দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্র জানায়, বর্তমানে ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০৬ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন। তাঁদের মধ্যে ৩৩ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৫৪ জন সহকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ২০১৭ সালের আগে নিয়োগ পেয়েছেন।