বাঁশখালীতে দরজা ভেঙে চালের বস্তা নিয়ে গেল হাতি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে একটি হাতি লোকালয়ে ঢুকে দোকানের দরজা ভেঙে চালের বস্তা নিয়ে চলে গেছে। গতকাল বুধবার রাত সাড়ে তিনটার দিকে পুকুরিয়া ইউনিয়নের নাটমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালীর নাটমুড়া এলাকায় তাসনিহা এন্টারপ্রাইজ নামের একটি চালের দোকানে গতকাল রাতে আক্রমণ করে একটি হাতি। এ সময় দোকানের শাটার দরজা ভেঙে ফেলে হাতিটি। এরপর কয়েকটি চালের বস্তা টেনে দোকান থেকে বের করে ফেলে। খবর পেয়ে দোকানের মালিক মোহাম্মদ এয়াকুব লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। লোকজন দেখে হাতিটি একটি চালের বস্তা শুঁড়ে তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে যায়। এ সময় সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকে বস্তার চাল।

বন বিভাগের কালীপুর রেঞ্জের বন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘ফোনে বিষয়টি শুনেছি। খবর নিয়ে দেখছি কী ঘটেছে। পাহাড়ে খাবারের অপ্রতুলতার কারণে লোকালয়ে ঢুকছে হাতির দল।’