এ সময়ের কিছু ফুল

>প্রতিটি ঋতুকে সমৃদ্ধ করে নানা রং ও সুগন্ধের ফুল। বর্ষাকালেও প্রকৃতি তার ফুলের ডালা নিয়ে হাজির হয়। কিছু ফুল শুধু এই বর্ষাকালের, কিছু ফুল সারা বছরই ফোটে। কিছু ফুল খুব পরিচিত, কিছু ফুল অপরিচিত। ফুলের গাছের জন্য রমনা পার্কের জুড়ি নেই। ২০০৫ সালের তথ্য অনুযায়ী রমনা পার্কে ৮৭ প্রজাতির ফুলের গাছ রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর রমনা পার্কে গিয়ে খুব বেশি ফুল দেখা যায়নি। যে কয়েকটি ফুল ফুটেছে তার মধ্যে নাগলিঙ্গমই প্রধান। কয়েকটি ফুলের ছবি নিয়ে একটি ছবির গল্প।
কাঠগোলাপ। বাংলাদেশে কয়েকটি রঙের কাঠগোলাপ চোখে পড়ে।
কাঠগোলাপ। বাংলাদেশে কয়েকটি রঙের কাঠগোলাপ চোখে পড়ে।
মধুমঞ্জরি লতা। এক ফুলের অনেক নাম।
মধুমঞ্জরি লতা। এক ফুলের অনেক নাম।
ভাদ্রা ফুল। এই ফুল প্রধানত ভাদ্র মাসে বেশি ফোটে বলে নাম হয়েছে ভাদ্রা
ভাদ্রা ফুল। এই ফুল প্রধানত ভাদ্র মাসে বেশি ফোটে বলে নাম হয়েছে ভাদ্রা
ফুরুস। গুল্মজাতীয় উদ্ভিদ।
ফুরুস। গুল্মজাতীয় উদ্ভিদ।
কাঠগোলাপের আরেকটি প্রজাতি। পাপড়িগুলো ছড়ানো।
কাঠগোলাপের আরেকটি প্রজাতি। পাপড়িগুলো ছড়ানো।
নাগলিঙ্গম। উঁচু গাছের নিচের অংশেও ফুল ফোটে।
নাগলিঙ্গম। উঁচু গাছের নিচের অংশেও ফুল ফোটে।
নাগেশ্বর। নাগচম্পা বা নাগকেশর নামেও পরিচিত।
নাগেশ্বর। নাগচম্পা বা নাগকেশর নামেও পরিচিত।
ব্যাচেলর বাটন। এখানে বোতাম ফুল নামে পরিচিত।
ব্যাচেলর বাটন। এখানে বোতাম ফুল নামে পরিচিত।