শেরপুরে দুটি ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন গরু ব্যবসায়ী আবদুল গনি (৩৮)। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শেরুয়া মৎস্য খামারের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আবদুল গনির বাড়ি নরসিংদীর শিবপুর থানার কালুয়াকান্দা এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বগুড়ার দুপচাঁচিয়া বাজার থেকে ১৩টি গরু কিনে ট্রাকে তুলে নরসিংদীর শিবপুরে ফিরছিলেন ওই ব্যবসায়ী। ট্রাকের চালকের কেবিনে বসেছিলেন তিনি। রাত আটটায় উপজেলার শেরুয়া মৎস্য খামারের সামনে গরু বোঝাই ট্রাকটির সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ওপর থেকে মহাসড়কে পড়ে যান আবদুল গনি। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

বগুড়ার হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজল নন্দী প্রথম আলোকে বলেন, মহাসড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর দুই ট্রাকের চালক ও তাঁদের সহকারী মহাসড়কের ওপর গাড়ি ফেলে পালিয়ে যায়। এতে মহাসড়কে অন্তত এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। তাঁরা গাড়ি দুইটি হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।