পাহাড়ি ঢল

>উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গ্রাম। উপজেলা সদর থেকে সিলেটের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কের ওপর দিয়ে বইছে উজানের পানি। নদ-নদী ও হাওরের পানি উপচে পড়ছে এলাকায়। পানির স্রোত ঠেলে ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও যানবাহন।
জলপ্রপাতের মতো উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল
জলপ্রপাতের মতো উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল
স্রোত ঠেলে বাড়ি ফিরছেন এক ব্যক্তি
স্রোত ঠেলে বাড়ি ফিরছেন এক ব্যক্তি
সড়কে পানি থাকায় চলছে না যানবাহন। তাই বড় দুর্ভোগ
সড়কে পানি থাকায় চলছে না যানবাহন। তাই বড় দুর্ভোগ
ঢলের পানিতে বাইক বিকল
ঢলের পানিতে বাইক বিকল
হাঁটুপানি মাড়িয়ে যাচ্ছেন দুই নারী
হাঁটুপানি মাড়িয়ে যাচ্ছেন দুই নারী
ঢলের পানিতে হাওর আর সড়ক একাকার। ভেলা নিয়ে যাচ্ছে দুই শিশু
ঢলের পানিতে হাওর আর সড়ক একাকার। ভেলা নিয়ে যাচ্ছে দুই শিশু
সড়কে ঝুঁকি নিয়ে চলছে কিছু যান
সড়কে ঝুঁকি নিয়ে চলছে কিছু যান
নৌকায় বাড়ি ফিরছেন স্থানীয় লোকজন
নৌকায় বাড়ি ফিরছেন স্থানীয় লোকজন