রাজশাহীতে অস্ত্র ও জিহাদি বইসহ পাঁচজনকে আটক

রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে অস্ত্র ও জিহাদি বইসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব। এর মধ্যে একজন নারী। গতকাল শনিবার দিবাগত রাতে র‌্যাব-৫-এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা ও ভরুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাবের দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সদস্য।

আটক ব্যক্তিরা হলেন ভরুয়াপাড়া গ্রামের আনসার আলীর স্ত্রী আফরোজা বেগম (৫৫), তাঁর ছেলে আনিসুর রহমান ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের রুহুল আমিন (৩১) ও মামুন-অর-রশিদ (৩৭) এবং ক্ষুদ্র জামিরা গ্রামের আবু তালহা (২১)।

র‌্যাব-৫-এর কোম্পানি অধিনায়ক এ টি এম মাইনুল ইসলামের ভাষ্য, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫টি গুলি, ২৪টি ককটেল, ১০টি জিহাদি বই এবং ৮টি জিহাদি নোটবই উদ্ধার করা হয়েছে। আটক লোকজনের বিরুদ্ধে মামলা হবে বলে তিনি জানান।