পিটিয়ে মারা হলো ৪৩ গোখরা

নড়াইল
নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার এক বাড়িতে ৪৩টি গোখরা সাপ লাঠি দিয়ে পিটিয়ে ও সড়কি দিয়ে খুঁচিয়ে মারা হয়েছে। শনিবার বিকেলে নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলার মধ্যপাড়ায় সৈয়দ মিজান আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।

সৈয়দ মিজান আলী বলেন, শনিবার বিকেলে তাঁর বাড়ির উঠানে গোখরা সাপের একটি বাচ্চা মেরে ফেলে রাখে এক বিড়াল। এই ঘটনায় আশেপাশে আরও সাপ থাকার আশঙ্কা করা হয়। পরে ঘরের সঙ্গে লাগোয়া একটি মাটির ঢিবি খুঁড়লে তিন-চারটি গোখরা সাপের বাচ্চা বের হয়ে আসে। এরপর প্রতিবেশীরা এসে মাটির ডিবিতে আরও খুঁড়তে থাকলে একটি বড় গোখরাসহ মোট ৪৩টি গোখরা বেরিয়ে আসে। পরে সব কটি সাপ লাটি দিয়ে পিটিয়ে ও সড়কি দিয়ে খুঁচিয়ে মারা হয়।

নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ওই দিন বিকেলে মাটির ঢিবি থেকে বেরিয়ে আসা গোখরা সাপগুলো মারা হয়। এতে এলাকায় সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকারম হোসেন প্রথম আলোকে বলেন, এতগুলো সাপ পিটিয়ে মারার খবর তাঁদের কেউ দেয়নি।