গাংনীতে জাল টাকাসহ আটক ৩

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় জাল টাকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে গাংনী উপজেলা পরিষদ চত্বরের মাধ্যমিক শিক্ষা অফিসের পেছন থেকে ২০ হাজার টাকার জাল নোটসহ তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার গোপালনগর গ্রামের আবু জাফর (৩৫), চৌগাছা গ্রামের কবির আহমেদ (৩৮) ও তোফাজ্জেল হোসেন (৪৫)।

পুলিশ বলছে, আটক ব্যক্তিদের মধ্যে চৌগাছা গ্রামের কবির আহম্মেদ ভারতীয় নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তিনি পশ্চিম বাংলার নদীয়া জেলার কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা। তবে তাঁর পিতা বাংলাদেশি। বেশ কিছুদিন ধরে চৌগাছায় তিনি তাঁর সৎমায়ের কাছে থাকছেন। দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকার কারবার করে আসছিলেন তাঁরা। জাল টাকা হাতবদল হবে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল তাঁদের তল্লাশি করে ২০টি ১০০০ টাকার জাল নোট জব্দ করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা বাজারে ছড়াচ্ছিলেন। তিনজনের নামে জাল টাকার মামলা দিয়ে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।