পাবনায় কুকুরকে কুপিয়ে জখমের অভিযোগে মামলা

পাবনার সুজানগর উপজেলার কুড়িপাড়া গ্রামে পোষা কুকুরকে কুপিয়ে জখম করার অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে কুকুরের মালিক রোস্তম আলী (৫৫) বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মজিবর শেখ (৬০) নামে গ্রামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে কুকুরটি প্রতিবেশী মজিবর শেখের বাগানে বসে ছিল। এ সময় পাশ দিয়ে ছাগল যাওয়ার সময় কুকুরটি ছাগলকে তাড়া করে। এতেই ক্ষিপ্ত হয়ে মজিবর শেখ দা দিয়ে কুপিয়ে কুকুরটিকে জখম করেন। ঘটনার প্রতিবাদ করলে মজিবর শেখ কুকুরের মালিক রোস্তম আলীকেও দা দিয়ে কোপানোর হুমকি দেন।

যোগাযোগ করা হলে মামলার বাদী রোস্তম আলী জানান, কুকুরটি খুবই শান্ত। এরপরও নির্মমভাবে কুকুরটিকে দা দিয়ে কোপানো হয়েছে। গুরুতর আহত কুকুরটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘কুকুরটির শরীরের আঘাত এতটাই গুরুতর যে বাঁচানো কঠিন হয়ে উঠেছে। এই ঘটনার সুষ্ঠু বিচারের আশায় মামলা করেছি। আশা করেছি, সঠিক বিচার পাব।’

এ প্রসঙ্গে সুজানগর থানার পরিদর্শক তদন্ত অরবিন্দ সরকার বলেন, ‘এই ঘটনায় কুকুরটির মালিক খুবই কষ্ট পেয়েছেন। তিনি থানায় এসে কান্নাকাটি করছিলেন। আমরা তাঁর অভিযোগপত্রটি গ্রহণ করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’