সিটিটিসি পুরস্কার পেলেন ৬ সাংবাদিক

সহিংস উগ্রবাদের বিষয়ে প্রতিবেদনের জন্য কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) পুরস্কার পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের ছয় সাংবাদিক। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়।

প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন, যৌথভাবে ‘দ্য ডেইলি স্টার’–এর ক্রাইম ডেস্কের প্রধান শরিফুল ইসলাম ও নিজস্ব প্রতিবেদক জামিল খান, দৈনিক ‘প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ সাবিহা আলম, সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক খান মোহাম্মদ রুমেল, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ করেসপনডেন্ট শামীমা সুলতানা এবং বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক নুরুজ্জামান লাবু।

সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে সাংবাদিকদের ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

সহিংস উগ্রবাদ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করে সিটিটিসি। এর আওতায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে রচনা, স্লোগান প্রতিযোগিতার সেরাদেরও পুরস্কার দেওয়া হয়।

সহিংস উগ্রবাদ বিষয়ে সেরা রিপোর্টিংয়ের বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুস সালাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, ডিবিসি নিউজের সিইও মনজুরুল ইসলাম ও ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান।